December 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 6:51 pm

নাসিরনগরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

গুদামে গুদামে ধান, বাচেঁ কৃষক, বাচেঁ প্রাণ ” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২৫ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  মোহাম্মদ তকভীর হোসেন ,খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম  প্রমূখ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ মেট্রিক টন ধান  ও  ৬১ মেট্রিক টন চাল। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৪ টাকা এবং চালের দাম ৪৯ টাকা করা হয়েছে। এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

নাসিরনগর খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অ্যাপসের মাধ্যমে অনলাইনের আবেদনের ভিত্তিতে আগে আসলে আগে ধান দিতে পারবে।