October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:41 pm

নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার  নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি,আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়।
কুন্ডা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিবসের এবারের এই প্রতিপাদ্য “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দূর্যোগ ’এর ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।
কুন্ডা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ  সহিদুল হকের সভাপতিত্বে পিআইও অফিসের  উপ-সহকারী প্রকৌশলী  সম্ভুনাথ আচার্য‍্যের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ফয়েজ আহমেদ,টিম লিডার মোতাহার হোসেন ও কুন্ডা উচ্চ বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল হক মোল্লাসহ সাংবাদিক,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয় । ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নাসিরনগর ষ্টেশন অফিসার ফয়েজ আহমেদ ও টিম লিডার মোতাহার হোসেনের নেতৃত্বে ওই মহড়ায়  ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ও কুন্ডা উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ফয়েজ আহমেদ ও টিম লিডার  মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প হলে করণীয়,কিভাবে উদ্ধার করে হাসপাতালে নিতে হয়,গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নেভাতে হয়,অগ্নিকান্ডের সময় করণীয় এবং কিভাবে আগুন নেভানোসহ দূর্যোগ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন কৌশলের  মহড়া প্রদর্শন করেন।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।এতে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।