September 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 13th, 2025, 5:08 pm

নাসিরনগরে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন”এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খেলাফত মজলিস আয়োজনে উপজেলার ১৩টি ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সারা দেশে ইসলামি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে নিতে এরই অংশ হিসেবে নাসিরনগরে খেলাফত মজলিসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মতবিনিময় সবার আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন (নাসিরনগর) খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আল্লামা মুফতি ছাহেব আলী( রহ.) এর সুযোগ‍্য সন্তান  ও খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদ উল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে ইসলামী রাজনীতির মৌলিক দর্শন,সমসাময়িক সমাজে ইসলামি আদর্শ বাস্তবায়নের গুরুত্ব এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে গভীর আলোকপাত করেন। তিনি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ও শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে খেলাফত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আজ শনিবার সকালে খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক  হাফেজ আবদুল লতিফের  সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাওলানা  ইয়াসিন আহমেদ নোমানী,সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল ফজল ভূইয়া,উপজেলা খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা মো: নজরুল ইসলাম ভূইয়া ও জেলা সমাজ কল‍্যান সম্পাদক মাওলানা নাইম উদ্দিন খান।

মতবিনিময় উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি  মাওলানা আবুল কালাম আফসারী, সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা আবদুল মোছাব্বির, মাওলানা মেরাজ মিয়া, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ বাইজিত আহমেদ পাঠান,মাওলানা সফিকুল ইসলামসহ খেলাফত মজলিস উপজেলা,ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উপজেলা খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা মো: নজরুল ইসলাম ভূইঁয়াকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক  মুহাম্মদ ইমরানুর রশীদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।