October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 7:27 pm

নাসিরনগরে জাতীয় হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার পেল ৪০ জন

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)

দদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে ৩০ তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পেল ৪০ । আজ বুধবার দিনব্যাপী নাসিরনগর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখা। কোরআনের পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন। হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন

১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৪০ জন  জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহ সভাপতি হাফেজ মোশাররফ হোসাইন। ফাউন্ডেশনের উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক হাফেজ মোবারক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, হাফেজ হোসাইন আহমেদ খান,হাফেজ মাওলানা আতাউর রহমান,মাওলানা নুরুল হক,মাওলানা নাছির উদ্দিন জাফরী,সরাইল উপজেলার সভাপতি হাফেজ  মাওলানা ইলিয়াস, মাওলানা সাদেকুল ইসলাম,হাফেজ মাওলানা যুবায়ের আহমেদ,হাফেজ মাওলানা সৈয়দ ইলিয়াছ,হাফেজ শাহজাহান,হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন,মাওলানা হুসাইন আহমেদ নুরপুরী,হাফেজ মোহাম্মদ  আলামিন ।

প্রতিযোগিতায় যথাক্রমে ৫ পারা,১০ পারা,২০ পারা এবং ৩০ পারা  চার গ্রুপে ১২০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে।

এসময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগন,ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

পরে চার গ্রুপে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়।