নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার সদর ও চাপরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত আবদুল মোতালেবের ছেলে ছাদেকুর রহমান (২৮) গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ

নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক। এদিকে পৃথক অভিযানে উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা সাহেব বাড়ির মৃত সৈয়দ মোস্তফা কামালের ছেলে সৈয়দ রাফি উল আবদাল রাফিকে (৪৯) গ্রেফতার করা হয়েছে । তিনি চাপরতলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদ আহম্মদ জানান,, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ধারাবাহিকভাবে ‘ডেভিলহান্ট অভিযান’ পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার রাতে এই অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগই ও ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, ‘আইনের শাসন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাসিরনগর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। যেকোনো নাশকতা বা অরাজকতা দমন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’

আরও পড়ুন
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন
কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলামের সমর্থনে বিশাল জনসভা
ভোটারদের উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিন : সাবেক এমপি লালু