November 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 26th, 2025, 7:14 pm

নাসিরনগরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন 

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উদ‍্যোগে প্রাণিসম্পদ ও ডেউরী উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় শোভাযাত্রা,আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেন।

সকালে একটি শোভাযাত্রা বের হয়ে  উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। এসময়  উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামীউল বাছির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন,থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মাকসুদ আহম্মদ,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বদরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানাসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক ও গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ  এবং  বিভিন্ন খামারি ও প্রাণী প্রেমীরা উপস্থিত ছিলেন । উদ্বোধন শেষে অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। পরে  উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামীউল বাছিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুরজিৎ পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।

এসময় প্রধান অতিথি বলেন, দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব। তাই প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির গবাদিপশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌছে দেয়াই আমাদের লক্ষ্য। তাই প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।

দিনব্যাপী প্রদর্শনী মেলায় উদ্যোক্তা ও খামারীরা উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, বিড়াল, পাখি,হাঁস-মুরগি,কবুতর প্রদর্শনে ৩০টি স্টল অংশগ্রহন করে।