November 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 6:21 pm

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলাল চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের সৌদি প্রবাসী হাফেজ মোহাম্মদ জাকারিয়া  সুহায়েলের আর্থিক সহযোগিতায়  ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল  ৪ টা পর্যন্ত চলে। উক্ত প্রোগ্রামে বেঙ্গাউতা ও কালিউতা দুই  গ্রামের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করতে অংশ নেন। এতে সর্বসাধারণের মাঝে বেশ আনন্দ লক্ষ্য করা যায়। সাধারণ মানুষরা জানান এরকম আয়োজনের  ফলে গরিব মানুষরা এ সেবা পেয়েছেন।সর্বসাধারণ মানুষরা চান এরকম মহান উদ্যোগ যেন পরবর্তীতে নেওয়া হয়।

উক্ত প্রোগ্রামে  মাওলানা শরীফ উদ্দিন নুরী, মাওলানা ক্বারী হাবিবুর রহমান, মাওলানা মূফতি কাউছার আহমেদ আশরাফী,সততা ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা মাওলানা দেলোয়ার হোসেন, সভাপতি শরীফ আহমেদ, সহসভাপতি  হাফেজ আবদুল হামিদ,সাধারণ সম্পাদক জহির আহমেদ, অর্থ সম্পাদক মুস্তাকিন,প্রচার সম্পাদক মুফতি জাকির হোসাইন জামশেদসহ আলেম,উলামাগন ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্লাড ব‍্যাংক ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সকাল থেকে বিকাল পর্যন্ত ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।