September 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 5th, 2025, 2:32 pm

নাসিরনগরে বিস্ফোরক মামলায় হরিপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেফতার

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা  \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ফারুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গভীর গভীর রাতে নাসিরনগর থানার পুলিশ হরিপুর এলাকা থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করে।  নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতাকৃত ফারুক মিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি কার্যক্রম নিষিদ্ধ হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ।

তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।নাসিরনগর থানার  মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন,১৯০৮ এর ০৩/০৬ এর এজাহারভুক্ত আসামী।