নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:
“তথ্য নির্ভর সাংবাদিকতা,তারুণ্যের পথচলা’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬) ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে দৈনিক মানব জমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি আবদুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক একেএম আমিনুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন -সহসভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এসএম বদিউল আশরাফ মুরাদ মৃর্ধা, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি নীহারেন্দু চক্রবর্তী,দপ্তর সম্পাদক দৈনিক জনকন্ঠের প্রতিনিধি শামীম আল মামুন,কোষাধ্যক্ষ আজকের পত্রিকার প্রতিনিধি বরুণ কান্তি সরকার।
এই কমিটিতে কার্যনির্বাহী দুই সদস্য হলেন- দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন ভূইঁয়া,দৈনিক যুগান্তর প্রতিনিধি মানিরুল হোসাইন । সাধারণ সদস্য হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা মোজাম্মেল হক মাসুমী, ইংরেজি দৈনিক ক্যাম্পাসের প্রতিনিধি রিফাত হাসান ভূইঁয়া, ডেইলি পোস্টের প্রতিনিধি খন্দকার নুরুল ইসলাম ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি তারিকুল ইসলাম।
নতুন নেতৃত্বে আসা কমিটির নেতৃবৃন্দ জানান,পেশাগত মান মর্যাদা বৃদ্ধি ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পেশাদার সাংবাদিকদের মধ্যে সুসম্পর্কের বন্ধন দৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 
                
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ
শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে “পাঠক কর্নার” স্থাপন
‘জয়পুরহাটে গবেষণা, উদ্ভাবন ও অংশীদারিত্বে টেকসই খনিজ শিল্প’ বিষয়ক অংশীজন সেমিনার অনুষ্ঠিত