নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনে উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ,অধ্যক্ষ মোঃ রমজান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকবুল হোসেন,থানার অফিসার ইনর্চাজ ওসি শাহীনুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাদির,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকি,বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব,বীর মুক্তিযোদ্ধা কালন চৌধুরী, ,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস ছাত্তার,নারী নেত্রী আয়েশা বুলবুল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,এনসিপির আহবায়ক মোহাম্মদ হাফিজসহ বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে বাদ জোহর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আরও পড়ুন
বেগম খালেদার জিয়ার সুস্থতা কামনায় শাহজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল
হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস