December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 7:38 pm

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৫ নভেম্বর শনিবার বিকেলে রুদ্রবীনা সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্টিত হয়।

ড. রজত কান্তি ভট্রাচার্য্য ভানুর সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বকশী ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক এম এ রহিম, সদস্য বুলবুল খান, জাহাঙ্গীর আলম।

সভায় সর্ব সম্মতিতে ড. রজত কান্তি ভট্রাচার্য্য (ভানু)কে সভাপতি, খালেদ পারভেজ বখশকে সাধারন সম্পাদক ও মো: মছব্বির আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব এস এম জামান মতিন ও এনামুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল ও আশরাফুল আলম হিরো, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ ডি রুবেল, কোষাধ্যক্ষ মাহফুজ শাকিল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার।

সদস্য, সিপার উদ্দিন আহমদ, আজিজুল ইসলাম, আতিকুর রহমান আখই, আলমাছ পারভেজ তালুকদার, সৈয়দ আশফাক তানভীর, আব্দুল করিম বাচ্চু, এ কে এম জাবের, এস আর অনি চৌধুরী, তারেক হাসান, সাইফুর রহমান, বদরুল ইসলাম, হাবিবুর রহমান হোসাইন, নুরুল হুদা, কামরুল ইসলাম, ছাদিকুর রহমান শিপলু, লিংকন তালুকদার, ইব্রাহীম আলী, মিফতা আহমদ রাফি, ময়জুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা, তানজীম আহমদ, শাহরিয়ার চৌধুরী প্রমুখ।