November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 7:44 pm

নাসিরনগর উপজেলা খেলাফত মজলিসের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):

ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার কুন্ডা ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে  মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুন্ডা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মুফতি সাইদুর রহমান সাঈদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন

বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তার। প্রধান বক্তা ছিলেন  বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিন।

কুন্ডা ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের সঞ্চালনায়  প্রধান মেহমান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের  মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ নুরপুরী, হরিপুর ইউনিয়ন শাখার সভাপতি  মাওলানা ফরিদ উদ্দিন পাঠান, ভলাকুট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ  সেলিম তালুকদার, হাফেজ ইসমাইল,মোহাম্মদ ফেরু মিয়া, মোহাম্মদ সফিকুর রহমান, মোহাম্মদ আবু সালেক, নাছির আহমেদ,আবদুল হামিদসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ বিন আনসারীর পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।

পরে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড  কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী রিক্সা মার্কার গণসংযোগ করছেন। এসময় তিনি কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া, কাহেতুরা, কুন্ডা, মছলেন্দপুরসহ  বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও দোয়া  সমর্থন কামনা করেন।