December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 7:21 pm

নাসিরনগর কুন্ডা ইউনিয়ন বিএনপির  মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে  এম এ হান্নান বিএনপির মনোনয়ন প্রাপ্ত হওয়ায় এবং  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ননে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

ভোট দিবে ধানের শীষে, দেশ গড়বো  মিলেমিশে,এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার কুন্ডা ইউনিয়ন  বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুন্ডা  স্কুল মাঠে  কুন্ডা ইউনিয়ন  বিএনপি অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীদের  উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

কুন্ডা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  ধানের শীষ প্রতীকে মনোনীত এমপি পদপ্রার্থী  ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ।

সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান  আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান  মোহাম্মদ জামাল মিয়া,ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী প্রমূখ। কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমানের   সঞ্চালনায় সভায়  উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ উপলক্ষে  দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমাবেত হন। এসময় উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলা দল,জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।