নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:
“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। পরে উপজেলা সদরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। সহকারী পরিদর্শক মোহাম্মদ শাহীন মিয়া সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ।
সভায় বক্তব্য রাখেন নাসিরনগর ইউনিয়ন ধীবর সমবায় সমিতির সম্পাদক পরিমল দাস,ভলাকুট একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হারুন তালুকদার প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও শাহীনা নাছরীন বলেন , সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন
রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলায় র্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
গঙ্গাচড়ায় জাতীয় সমবায় দিবস পালন