Wednesday, December 31st, 2025, 8:02 pm

নাসিরনগর মৎস্য অধিদপ্তরের মাছচাষিদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

মাছচাষের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একদল মাছচাষি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় নাসিরনগরের মাছচাষিরা শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জে অবস্থিত ব্র্যাক মৎস্য হ্যাচারি ও ব্রুড উন্নয়ন কেন্দ্রে পৌঁছালে হ্যাচারির ম্যানেজার আবু নাইম প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে মাছচাষিরা ব্র্যাক মৎস্য হ্যাচারি ও ব্রুড উন্নয়ন কেন্দ্রের ৮৮ একর প্লাবনভূমিতে বাস্তবায়িত মৎস্যচাষ প্রকল্পের খামার ও হ্যাচারি পরিদর্শন করেন।

নাসিরনগর উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)–এর বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। এতে নাসিরনগর উপজেলার গোকর্ণ ও ভলাকুট এলাকার পুকুরে মাছচাষে সম্পৃক্ত দুইটি সিবিওর নারী ও পুরুষ মিলিয়ে মোট ৫০ জন মাছচাষি অংশগ্রহণ করেন।

নাসিরনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন–এর সভাপতিত্বে আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বনিক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্, ব্র্যাক হ্যাচারির ম্যানেজার আবু নাইম, দৈনিক মানবজীবন নাসিরনগর প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।

এ সময় ব্র্যাক মৎস্য হ্যাচারি ও ব্রুড উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার আবু নাইম নাসিরনগরের সিবিও সদস্যদের হ্যাচারির সার্বিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং বিভিন্ন ইউনিট ঘুরে দেখান। সকল কার্যক্রম পর্যবেক্ষণ করে অংশগ্রহণকারীরা অত্যন্ত অনুপ্রাণিত হন এবং ভবিষ্যতে নিজেরাও সফল মৎস্যখামার গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর শফি উল্লাহ্ বলেন,

“অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নত প্রযুক্তি, আধুনিক চাষ পদ্ধতি, সমস্যা ও তার সমাধান, পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। হাতে-কলমে প্রশিক্ষণ ও এ ধরনের সফর মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন বলেন,

“নাসিরনগরের মাছচাষের উন্নয়নে দুইটি সিবিওর ৫০ জন নারী ও পুরুষ মাছচাষি এ অভিজ্ঞতা বিনিময় সফরে অংশ নেন। সবাই মৎস্যখামার পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে মাছচাষে উল্লেখযোগ্য সফলতা আসবে। বিশেষ করে এই ধরনের খামার দেখে মাছচাষিরা আরও উৎসাহিত হবেন।”

সিবিওর সভাপতি মাছচাষি মোনায়েম খান ও হারুন তালুকদার  বলেন,

“আজ শ্রীমঙ্গল মতিগঞ্জ ব্র্যাক মৎস্য হ্যাচারি ও ব্রুড উন্নয়ন কেন্দ্র ঘুরে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা চাই নাসিরনগরের মানুষও এ ধরনের খামার গড়ে তুলে স্বাবলম্বী হোক।”