January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 20th, 2022, 8:04 pm

নাসিরের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল তামিম-মুমিনুলরা

অনলাইন ডেস্ক :

তামিম ইকবাল-মুমিনুল হক-মাহমুদুল হাসান জয়কে নিয়ে টপ অর্ডারের ব্যাটিং লাইনআপ চট্টগ্রামের। এমন ব্যাটিং লাইনআপও রংপুরের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি চট্টগ্রাম। বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে নাসির হোসেন ওয়ানডে স্টাইলে ব্যাট করে রংপুরের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন। জাতীয় দলের ব্যাটিং লাইনআপ নিয়েই জাতীয় লিগে খেলছে চট্টগ্রাম বিভাগ। কিন্তু তামিম-মুমিনুল-জয়দের নিয়েও বড় স্কোর গড়তে পারছে না তারা। তামিম (১৯), জয় (১১) ও মুমিনুলের (১৩) ব্যর্থতার পর চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হয়। জবাবে রংপুর নাঈম ইসলামের ৫১ রানে ভর করে ২২২ রানের সংগ্রহ দাঁড় করায়। ৯৬ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই পরিণতি চট্টগ্রামের। তামিম (২১), মুমিনুল (২২), জয়ের (৭) কেউই বড় রান করতে পারেননি। আশার প্রদীপ হয়ে ছিলেন অধিনায়ক ইরফান শুক্কুর। ৮২ বলে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। তার এই ইনিংসের ওপর দাঁড়িয়ে ১৯৯ রান করতে পারে চট্টগ্রাম। তাতে জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্য পায় রংপুর। ৩৩ রানে রংপুরের তিন টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফিরলেও চতুর্থ উইকেটে নাসির হোসেন ও তানবীর হায়দার অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। নাসির ৪৪ বলে ২ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে তানবীরের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৩৬ রানের ইনিংস। তাতে ৭ উইকেটে অনায়াস জয় পায় নাসিররা।