January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 7:54 pm

নায়ক মান্নার স্মরণে নতুন গানে আসিফ

অনলাইন ডেস্ক :

১৯৯৭ সালে নায়ক মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ ছবির মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ শিরোনামের সেই গানের পর নায়কের আরও অনেক সিনেমাতে পাওয়া গেছে গায়ককে। তাই মান্নার প্রতি একধরনের মুগ্ধতাও আছে আসিফের। এবার সেটিই ফুটে উঠবে গানে। প্রয়াত এ চিত্রনায়কের জন্মদিন আগামী (১৪ এপ্রিল)। তার স্মরণে নতুন একটি গান গাইলেন আসিফ আকবর। এর কথা লিখেছেন মান্নার স্ত্রী শেলী কাদের। গত মঙ্গলবার হয়েছে গানটির রেকর্ডিংও। এর বিভিন্ন লাইনে মান্নার চিত্রনায়ক হওয়ার স্বপ্ন ও রূপালি পর্দায় সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গানের প্রথম কয়েকটি বাক্য এমন- ‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/ রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/ স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/ স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আসিফ আকবর বলেন, ‘আসছে ১৪ এপ্রিল প্রয়াত চিত্রনায়ক মান্না ভাইয়ের জন্মদিন। প্রিয় মান্না ভাইয়ের স্ত্রী শেলী কাদের ভাবির লেখা গানটির সুর ও সংগীত করেছেন স্নেহের কিশোর দাশ। এটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’ মান্নার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। ১৯৬৪ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে নজরে পড়েন তিনি। এরপর ঢাকাই ছবির সেরা অ্যাকশন নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই নায়ক।