নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডিশ কোম্পানি নিলোর্ন বাংলাদেশ লিমিটেড। সেলক্ষ্যে মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিশেষ অর্থনীতি অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছেন নিলোর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম।
নিলোর্ন পোশাক ও অন্যান্য পণ্যের লেভেলিং ও ব্র্যান্ডিং সল্যুশন দিয়ে থাকে। নতুন এ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে কোম্পানিটির বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিন সকালে বিএসইজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এসময় তাদের জাপানের সহায়তায় গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, সম্ভাবনা ও চলমান প্রকল্প সম্পর্কে জানানো হয়ে।
পরিদর্শনকালে প্রতিনিধিরা সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। মূলত, বিএসইজেড জাপান ইকোনমিক জোন নামেও পরিচিত। যা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি মাঠ পর্যায়ে সম্ভাবনা পরখ করার সুযোগ তৈরি হয়েছে। এর আগে, সোমবার (৭ এপ্রিল) সম্মেলনের প্রথম দিন ৭০ জন বিনিয়োগকারীর একটি দল চট্টগ্রামের মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত দলগুলো
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার