July 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 28th, 2025, 5:02 pm

নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার বামে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং ডানে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাই/ ছবি: এএফপি

 

কম্বোডিয়া এবং থাইল্যান্ড স্থানীয় সময় মধ্যরাত (সোমবার দুপুর ১২টা পূর্বাঞ্চলীয় সময়) থেকে ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি’ শুরু করতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার (২৮ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বৈঠক করেছেন।

শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ মালয়েশিয়া জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) কম্বোডিয়া এবং থাই পক্ষের আঞ্চলিক কমান্ডারদের একটি বৈঠক ডাকবে দেশ দুটি।

থাই এবং কম্বোডিয়ার সরকারি কর্মকর্তাদের মতে, উভয় পক্ষই সর্বশেষ সীমান্ত উত্তেজনা শুরু করার জন্য একে অপরকে অভিযুক্ত করেছে এবং চলমান লড়াইয়ের জন্য একে অপরকে দোষারোপ করেছে, যার ফলে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের সীমান্ত নিয়ে বিরোধ কয়েক দশক ধরে চলে আসছে।

এনএনবাংলা/আরএম