October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 7:51 pm

নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হামলার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান। পোস্টটিতে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ রাজনৈতিক নেতাদের উপর হামলাকারীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন আখতার হোসেন।

পোস্টের সঙ্গে যুক্ত ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, বিমানবন্দরে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সেসময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা ও তার শুভাকাঙ্ক্ষীরা তা প্রতিহত করে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

পরে পুলিশ এসে মামলা করার পরামর্শ দেয়। এজন্য বিমানবন্দরের কাছে একটি থানায় মামলা করতে এসেছেন এবং যারা সেদিন হামলা করেছিল এবং ‘হত্যাচেষ্টা’ করেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান আখতার হোসেন।

তিনি বলেন, আমরা পুলিশকে অবহিত করেছি, যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছে তারা বাংলাদেশে এমন একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে।’

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে বিমানবন্দরে হেনস্থার শিকার হন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা আখতার হোসেন। গত সোমবার বিকালে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

এনিসিপি নেতা আখতার হোসেনসহ অন্যরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় পড়েন আওয়ামী লীগ সমর্থকদের তোপের মুখে। সোশাল মিডিয়ায় আসা বিভিন্ন ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল ব্যক্তিকে এই কাণ্ড ঘটাতে দেখা যায়। পরে এ ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমান নামে একজনকে জিম্মায় নেয় নিউ ইয়র্ক পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হন।

এনএনবাংলা/