October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 12:53 pm

নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী মিজান গ্রেফতার

 

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ কর্মী মিজানকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কিছু কর্মী স্লোগান ও আপত্তিকর মন্তব্য শুরু করলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আওয়ামী লীগ কর্মী মিজান আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন, যা সরাসরি তার গায়ে লাগে।

ঘটনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বিএনপি নেতা হুমায়ুন কবির, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা প্রমুখ নেতারা আখতার হোসেনকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

তৎক্ষণাৎ বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও নিউইয়র্ক পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক নিন্দার ঝড় ওঠে।

এক প্রত্যক্ষদর্শী প্রবাসী বাংলাদেশি জানান, ঘটনার জেরে নিউইয়র্ক পুলিশ অভিযুক্ত মিজানকে শনাক্ত করে। পরে জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণাত্মক আচরণের অভিযোগে তাকে আটক করা হয়েছে, পাশাপাশি অতিরিক্ত অভিযোগের বিষয়টিও প্রক্রিয়াধীন।

এনসিপি ও বিএনপির নেতারা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি শুধু আখতার হোসেন নয়, পুরো প্রতিনিধি দলের ওপর সংগঠিত রাজনৈতিক হামলা। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের কর্মীরা ভিন্নমত সহ্য করতে পারছে না, যার জেরেই এমন ঘটনা ঘটেছে।

ড. ইউনূসের সফরকে ঘিরে নিউইয়র্কে উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানালেও, আওয়ামী লীগ বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা।