অমিতাভ রেজা চৌধুরীর বহুল আলোচিত ছবি ‘রিকশা গার্ল’ আগামী ৫ মে নিউইয়র্কে প্রিমিয়ার হতে যাচ্ছে।
বায়োস্কোপের নির্বাহী পরিচালক (সিইও) রাজ হামিদ জানিয়েছেন, বায়োস্কোপ ফিল্মসের আয়োজনে শহরটির বিখ্যাত প্রেক্ষাগৃহ ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’তে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
প্রিমিয়ার অনুষ্ঠানে অমিতাভ, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অনেকেই উপস্থিত থাকবেন।
রাজ হামিদ বলেন, ‘ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’থিয়েটার নিজেই একটি ইতিহাস। রেড কার্পেটের অনুষ্ঠানসহ দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা সব আয়োজন করেছি।
প্রিমিয়ারে উপস্থিত দর্শকরা সিনেমার কলাকুশলীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনে অংশ নেয়ারও সুযোগ পাবেন।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত এবং অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের পাশাপাশি তিনিও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আগামী ৬ থেকে ১২ মে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘রিকশা গার্ল’ প্রদর্শিত হবে। এরপর আমেরিকার ১৯টি রাজ্যের ৫২টি শহরে সিনেমাটি চলবে।
ছবিটিতে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা, নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্র।
—ইউএনবি
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!