July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 29th, 2025, 6:12 pm

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে কুলাউড়ার দিদারুল নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক  শহরের  ম্যানহাটানে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিউইয়র্ক পুলিশের সদস্য বাংলাদেশী বংশোদ্ভুত দিদারুল ইসলাম রতন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁর বয়স ৩৬। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালান বলে জানা গেছে। হামলায় নিহতদের মধ্যে হামলাকারী শেন তামুরা ছাড়াও দুজন পুরুষ, একজন নারীও রয়েছেন। ধারণা করা হচ্ছে, চারজনকে গুলি করে হত্যার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম রতন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আব্দুর রব ও মাতার নাম মিনারা বেগম। রতনের দুই বোন রয়েছেন। তাদের নাম নাঈমা ও নাদিমা। রতন প্রায় সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তাঁর স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। ব্রঙ্কস বরোর পার্চেস্টার এলাকায় তিনি বসবাস করতেন। আর তাঁর কর্মস্থল ছিল ব্রঙ্কসের ৪৭ প্রিসন্ক্ট। সোমবার স্থানীয় সময় রাত ১টায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে দিদারুল ইসলামের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। হামলায় রতন নিহত হওয়ার খবর শুনে তাঁর বাবা আব্দুর রব হৃদরাগে আক্রান্ত হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে সরেজমিনে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় নিহত দিদারুলের বাসায় যান এ প্রতিবেদক। সেখানে পাশের বাসায় বসবাসরত রতনের আত্মীয় (ফুফু) তাহেরা বেগম দুলির সাথে কথা হয় এ  প্রতিবেদকের। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেদককে বলেন, নিউইয়র্কে থাকা স্বজনদের মাধ্যমে সোমবার জানতে পারি আমার ভাইপো রতন সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। রতন খুবই ভালো শান্তশিষ্ট ও মেধাবী ছেলে ছিল। তাঁর মর্মান্তিক মৃত্যুতে নিউইয়র্কে থাকা রতনের বাবা-মা, স্ত্রী ও বোনসহ অন্যান্য স্বজনরা তাকে হারিয়ে বিলাপ করছেন। রতনের গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের শিক্ষারমহল গ্রামে। তার বাবা আব্দুর রব একসময় মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত ছিলেন। প্রায় দুই যুগ আগে বড়লেখা থেকে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় বাসা নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করেন। বর্তমানে ওই বাসায় ভাড়াটে লোকজন বসবাস করছেন। তিনি আরো বলেন, ২০০৯ সালের অক্টোবর মাসে রতনের মামার আবেদনের প্রেক্ষিতে পরিবারের সকল সদস্যদের সাথে আমেরিকায় পাড়ি জমায় রতন। সেখানে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিউইয়র্ক পুলিশে যোগ দেয়। দেশে থাকাবস্থায় রতন কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে।

পৌরসভার মাগুরা এলাকার বাসিন্দা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল বলেন, রতন আমার এলাকার বাসিন্দা। দেশে থাকাবস্থায় সে একজন ভালো খেলোয়াড় ছিল। প্রায় ১৬ বছর ধরে রতন নিউইয়র্কে বসবাস করছে। সেখানে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার খবর শুনে তাঁর বাসায় ছুটে আসি। তাঁর মর্মান্তিক মৃত্যুতে মাগুরাসহ কুলাউড়ার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা গেছে, নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট ৫২তম স্ট্রিটে অবস্থিত একটি ভবনে এই গুলির ঘটনা ঘটে। ৩৪৫ পার্ক এভিনিউয়ের আকাশচুম্বী এই ভবনটিতে কেপিএমজি এবং ডয়চে ব্যাংকসহ আরো বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ভবনটিতে ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেলের অফিসও রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।  তিনি একজন ‘বীর’ হিসেবে মারা গেছেন বলে নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন।