Friday, October 31st, 2025, 5:04 pm

নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, বন্যায় নিহত ২

 

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে নিউইয়র্ক সিটিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ায় বৃহস্পতিবার দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র এরিক অ্যাডামস। খবর রয়টার্স- এর।

বৃষ্টি ও বন্যার কারণে শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে জনজীবন বিপর্যস্ত, বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

মেয়র অ্যাডামস ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, “যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস কয়েক ঘণ্টার জন্য ছিল, তার বেশিরভাগই মাত্র ১০ মিনিটে নেমেছে।”

আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে বৃষ্টিপাত হয়েছে ১.৮৫ ইঞ্চি (৪.৭ সেমি) — যা একটি রেকর্ড, লাগার্ডিয়া বিমানবন্দরে ২.০৯ ইঞ্চি (৫.৩১ সেমি) এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেমি) বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে, জাতীয় আবহাওয়া পরিষেবা কর্তৃপক্ষ ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু উপকূলীয় এলাকায় বন্যার সতর্কতা ঘোষণা করেছে।

বন্যায় শহরের সড়কপথ, সাবওয়ে ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এনএনবাংলা/