October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 2:43 pm

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন নিউইয়র্কে তাঁর ওপর হামলার ঘটনায় মামলা করেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন।

মামলায় সরাসরি দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, হামলার ঘটনার পরও এয়ারপোর্ট লবিসহ বিভিন্ন স্থানে তাঁকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা চলছে, যার পরিপ্রেক্ষিতেই তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে আওয়ামী লীগের কর্মীরা স্লোগান দিতে থাকেন।

এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে পুলিশের সহায়তায় তাঁরা গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

 

এনএনবাংলা/