September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 12:37 pm

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা প্রচারের অভিযোগে মামলা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি “দেশের ইতিহাসে সবচেয়ে বাজে ও অধঃপতিত পত্রিকার” বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। খবর স্কাই নিউজের।

ফ্লোরিডার মার্কিন জেলা আদালতে করা এ মামলায় উল্লেখ করা হয়েছে, নিউইয়র্ক টাইমসের দুটি বই, বেশ কিছু নিবন্ধ এবং দুই সাংবাদিকের লেখা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে বিদ্বেষমূলক প্রচারের অংশ। ট্রাম্পের দাবি—দীর্ঘদিন ধরে পত্রিকাটি ডেমোক্র্যাটদের পক্ষপাতমূলক অবস্থান নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে গত নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন করার বিষয়টি তিনি এর প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ট্রাম্প জেফ্রি এপস্টিনকে তার ৫০তম জন্মদিনে অশালীন বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় এক নারীর শরীরের অঙ্কন ছিল এবং তাতে ‘ডোনাল্ড’ নামে সই করা ছিল। এ ছাড়া এপস্টিনকে দেওয়া একটি বড় চেকের ছবিও প্রকাশিত হয়, যেখানে স্বাক্ষর ছিল ‘ডিজেট্রাম্প’। তবে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে জানান, ওই লেখা ও সই তার নয়।

ওই তথাকথিত ‘বার্থডে বুক’-এ এপস্টিনের জন্য ব্রিটেনের সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বার্তাও পাওয়া যায়। এপস্টিনের সঙ্গে সম্পর্ক ফাঁস হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকেও সরে দাঁড়ান।

ট্রাম্প বহুবার বলেছেন, এপস্টিনের সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক ছিল না, যদিও একসময় তাদের মধ্যে বন্ধুত্ব ছিল।

এদিকে, নিউইয়র্ক টাইমসের এক মুখপাত্র প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের সাংবাদিকরা তথ্য সংগ্রহ করেছেন, ভিজ্যুয়াল প্রমাণ প্রকাশ করেছেন এবং প্রেসিডেন্টের অস্বীকৃতিও ছাপিয়েছেন। আমরা সত্য অনুসন্ধান অব্যাহত রাখব এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় অটল থাকব।”

 

এনএনবাংলা/.