অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগেছে। এতে এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় গত সোমবার মধ্যরাতে এ অগ্নিকা- ঘটে হোস্টেলের সব চেয়ে উপরতলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। তারা ছাঁদ থেকে বহু মানুষকে উদ্ধার করেন। সব মিলিয়ে ৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে যত সময় গড়াচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। ছয়জনের মৃত্যুর কথা জানান তিনিও। পুলিশের বক্তব্য, সব মিলিয়ে মৃতের সংখ্যা দশের কাছাকাছি পৌঁছাতে পারে। কেন আগুন লাগল, তা এখনও অজানা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রায় এক দশক পর নিউজিল্যান্ডে এমন অগ্নিকা- ঘটল। মধ্যরাতের এই অগ্নিকা-ে হতভম্ব স্থানীয়রা। মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ছিলেন। হোস্টেলের ভিতর এখনও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িটির ছাঁদ যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
ট্রাম্প-পুতিন বৈঠক আড়ম্বর, কিন্তু ফলহীন
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি-বন্যা-ভূমিধসে ২৫০ জনের প্রাণহানি
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ৪ বছর