অনলাইন ডেস্ক :
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। ইনজুরি ও পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ছিলেন না তিনি। এবার আসন্ন নিউজিল্যান্ড সফরেও বাঁহাতি এ অলরাউন্ডারকে পাবে না বাংলাদেশ। পারিবারিক কারণ না থাকলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর সতীর্থদের সঙ্গে উড়াল দেবেন না সাকিব। বৃহস্পতিবার বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে। নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও নিশ্চিত করলেন এ সফরে পাওয়া যাবে না সাকিবকে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুটি ম্যাচ মিস করেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টও। ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন তিনি। তবে এই একটি টেস্ট পর আবারও সাকিবকে পাবে না টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত