অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করার পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না ক্রিকেটাররা। আগামী ২১ নভেম্বর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে এই সিরিজ থেকে আগেই নাম সরে নিয়েছিলেন সাকিব আল হাসান। এবার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় খেলতে না চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেছেন লিটন দাস।
দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তিনি বলছিলেন, ‘সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আমরা বসে সিদ্ধান্ত নিব কি করব না করব।’ এদিকে তোড়জোড় চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে। সেক্ষেত্রে এই টেস্ট সিরিজের দল আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নান্নু বলেন, ‘আজ কালের মধ্যেই দল ঘোষণা করে দিব।’

আরও পড়ুন
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য সাফল্য, থাইল্যান্ডে যাচ্ছে নারী-পুরুষ দল
মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক, যা বললেন তামিম-মাশরাফি