ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও দুই দোকানকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ক্যাপিটাল ফাস্ট ফুডের এই দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- মো. কাওছার ও মো. বাবু হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (রমনা বিভাগ) ধানমন্ডি জোনাল টিম হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ডিবি (রমনা বিভাগ) এর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ফজলে এলাহী জানান, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পী এবং ক্যাপিটাল ফাস্ট ফুডের দুই কর্মচারী কাওসার ও বাবুর মধ্যে ইফতার আইটেমের জন্য টেবিল রাখা নিয়ে বিরোধ শুরু হয়।বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে এই মারধরের ঘটনা ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকালে বারবার সংঘর্ষ চলতে থাকে এবং এতে নাহিদ ও মোরসালিন নিহত হন।
—ইউএনবি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে আরও একদল বাংলাদেশি
উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা-কামালের নির্দেশেই জুলাই-আগস্ট গণহত্যা: আইজিপি মামুন