অনলাইন ডেস্ক :
অপু-বাপ্পীর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। চার বছর আগে শুটিং শেষ হলেও করোনাসহ বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি। এবার আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের বোম্বে থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ার হবে বলে জানা গেছে। সেখানকার স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শক উপভোগ করবেন বড় পর্দায় অপু-বাপ্পীর প্রেমের গল্প! সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। তাই বিশেষভাবে স্মরণ করছি তাকে। ভালোবাসা দিবসে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চান এটি তেমনই একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। গত বছর ভালোবাসা দিবসে আমরা সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আশা করছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং সিনেমা উপভোগ করবেন।’ রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী এবং সাদেক বাচ্চু ছাড়াও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!