অনলাইন ডেস্ক:
দি নিউ নেশন পত্রিকার সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক এ এম মুফাজ্জলের প্রথম নামাজে জানাজা রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সাংবাদিককে শ্রদ্ধা নিবেদন করে জানাজায় অংশ নেন তার পরিবারের সদস্য, দি নিউ নেশন পত্রিকার সাংবাদিক ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
জোহরের নামাজের পর উত্তরা সেক্টর-৪ মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে উত্তরা সেক্টর-৪ এর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
তিনি গত ৭ দিন ধরেই বেঁচে থাকার জন্য লড়াই করছিলেন, তার স্মৃতিভ্রংশ আছে, কথা বলতে পারে না, মনে থাকে না, ঘুম আসে না এখন অচেতন অবস্থায় ছিলেন। বার্ধক্যের সব জটিলতা তাকে আঘাত করছিল।
তিনি দীর্ঘ সময় বিভিন্ন পত্রিকার বার্তা সম্পাদক ও সম্পাদক হিসেবে কাজ করার সময় তৈরি করেছেন শতাধিক স্বনামধন্য সাংবাদিক।
টাঙ্গাইলের ধনবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম ও মহান ব্যক্তিত্বের অধিকারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও স্নাতকোত্তর করেছেন। তিনি দি বাংলাদেশ অবজারভার এবং দি ডেইলি মেইল পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দি বাংলাদেশ টাইমস, দি মর্নিং সান, দি নিউ নেশন, দি ডেইলি নিউজ, দি বাংলাদেশ অবজারভার, দি ইন্ডিপেনডেন্ট ও সাপ্তাহিক বিখ্যাত মেডিকেল জার্নাল, দি পালস-এর উপদেষ্টা সম্পাদক, দি মর্নিং নিউজের বার্তা সম্পাদক হয়ে একটি বাংলা দৈনিকেও কাজ করেছেন।
আরও পড়ুন
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি