December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 25th, 2021, 7:33 pm

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

ফাইল ছবি

বন্ধুদের সাথে বেড়াতে এসে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের পানিতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। অপর জনের লাশ উদ্ধারের কাজ চলছে।

শুক্রবার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।

নিহত রনি (২২) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের পুত্র। তিনি পেশায় একজন পিকআপ চালক। তাছাড়াও নিখোঁজ অপর পর্যটক মো. আলমগীর (২০) গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। পেশায় তিনিও একজন পিকআপ চালক।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে রনি নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

—-ইউএনবি