January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 10th, 2021, 7:10 pm

নিখিলের সঙ্গে কী করছেন শ্রাবন্তী?

অনলাইন ডেস্ক :

টালিউডের প্রথম সারির দুই নায়িকা নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে দুজন খুব ভালো বন্ধু। আবার তাদের মধ্যে রয়েছে দারুণ মিলও। তাদের উভয়েরই সংসারে বিচ্ছেদ ঘটেছে এবং সেই বিচ্ছেদ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, বান্ধবী নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গেই এবার নাম জড়াল শ্রাবন্তীর! অবশ্য প্রেম বা কোনো সম্পর্কের সূত্রে নয়, একেবারে পেশাগত সূত্রেই তারা এক হয়েছেন। নিখিলের প্রতিষ্ঠানের মডেল হয়েছেন শ্রাবন্তী। বুধবার শ্রাবন্তী তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে বেগুনি রঙের ঝলমলে পোশাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ফ্যাশন হচ্ছে খাওয়ার মতো। তোমার একই রকম থাকা উচিত নয়।’ পোস্টে তিনি ট্যাগ করেছেন ওই পোশাকের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইউভ’-এর নাম। যেটার মালিকানা নিখিল জৈনের। জানা যায়, নুসরাত ও নিখিল যখন একসঙ্গে থাকতেন, তখন নুসরাতের ভাবনা থেকেই এই ফ্যাশন হাউস খোলা হয়। তবে মালিকানা থাকে নিখিলের নামেই। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে প্রচারণার জন্য যুক্ত হন শ্রাবন্তী। কেবল শ্রাবন্তী নয়, তার ছবিগুলো শেয়ার করেছেন নিখিল নিজেও। এ বিষয়ে নিখিল গণমাধ্যমকে বলেন, ‘শ্রাবন্তী আমার ভালো বন্ধু। আমাদের পোশাকগুলো ওর ভালো লেগেছিল। তাই ও ফটোশুট করেছে।’ অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও নিখিলের প্রতিষ্ঠানের শাড়ি ও লেহেঙ্গা পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন শ্রাবন্তী। প্রসংগত, শ্রাবন্তী বর্তমানে প্রেম করছেন অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে। এর আগে তিনি নির্মাতা রাজীব বিশ্বাস, মডেল কৃষাণ ব্রজ এবং রোশান সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন।