ঢাকার দোহার মৌনট ঘাটে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর শুক্রবার পদ্মা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেষ বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহতের নাম তারিকুজ্জামান সানি।
বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে সানি তার তিন বন্ধুকে নিয়ে মৌনট ঘাটে বেড়াতে গেলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মোস্তফা কামাল।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা