January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 20th, 2022, 7:27 pm

নিজেকে প্রস্তুত করছেন কর্ণিয়া

অনলাইন ডেস্ক :

তরুণ সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। বিভিন্ন ব্যানারের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। এদিকে সামনে অপেক্ষা করছে শীত মৌসুম। আর এই সময়ে সংগীতশিল্পীদের স্টেজ শোয়ের মূল সিজন। এজন্য নিজেকে প্রস্তুত করছেন এই গায়িকা। জাকিয়া সুলতানা কর্ণিয়া বলেন, ‘শীতকালই আমাদের স্টেজ শোয়ের মৌসুম। এরইমধ্যে শিডিউল বুক হচ্ছে। দেশ ছাড়াও দেশের বাইরের শো নিয়েও কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে করব। তাই টানা শোয়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।’ স্টেজ শোয়ে ব্যস্ত হয়ে পড়লেও নতুন গান প্রকাশ করে যেতে চান কর্ণিয়া। এ গায়িকা বলেন, ‘স্টেজ শোয়ের পাশাপাশি নতুন গান প্রকাশ করে যেতে চাই। আসলে প্রতিটি মাধ্যমেই সরব থাকতে চাই। এরইমধ্যে বেশ কিছু গানের কাজ শেষ হয়েছে; আরো কয়েকটি গানের কাজ চলছে।’ বিভিন্ন সুরকারদের সঙ্গে কাজ করছেন কর্ণিয়া। মিউজিক ভিডিও তৈরি করে নির্দিষ্ট সময় পর পর গানগুলো প্রকাশের ইচ্ছে রয়েছে বলেও জানান এই শিল্পী। কর্ণিয়ার গাওয়া সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গান ‘ফেলে আসা’। গানটির কথা লিখেছেন নির্ঝর চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল ও জন। গানটির ভিডিওতেও পারফর্ম করেছেন কর্ণিয়া।