January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 19th, 2025, 12:48 am

নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির

কলকাতায় অভিনীত প্রথম সিনেমার মুক্তির দিনে আসতে না পারায় আক্ষেপ প্রকাশ করলেন পরীমণি।

শুক্রবার মুক্তি পেয়েছে বাংলাদেশের নায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এটাই টলিউডে তাঁর প্রথম সিনেমা। কলকাতায় অভিনীত প্রথম সিনেমার মুক্তির দিনেও মন ভালো নেই তাঁর। এই সিনেমার মুক্তিতে কলকাতায় যেতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমাটি থ্রিলার ঘরানার। এই সিনেমায় পরীমণির সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই সিনেমায় দেখা যাবে মধুমিতা সরকারকে।

কলকাতার সিনেমায় অভিনয় করতে পেরে খুবই উচ্ছ্বসিত ছিলেন পরীমণি। তিনি চেয়েছিলেন এই সিনেমার মুক্তির দিনে কলকাতায় থাকতে। কিন্তু সেটা না হওয়ায় মন খারাপ এই অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, ফেলুবক্সী সিনেমার মুক্তির দিনটি তাঁর কাছে ‘একটু অন্যরকম স্পেশাল’।

কলকাতায় অভিনীত প্রথম সিনেমার মুক্তির দিনটি তাঁর কাছে খুবই আনন্দের হলেও এই দিনে তাঁর মন খারাপ। পরীমণি জানিয়েছেন, এই বিশেষ দিনটিতে তিনি কলকাতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু ভিসা না পাওয়ার কারণে তিনি ভারতে আসতে পারেননি। নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, ‘কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

এই সিনেমায় তাঁকে দেখা যাবে লাবণ্য চরিত্রে। পরীমণি তাঁর ‘প্রিয় কলকাতায়’ আসতে না পারলেও এই শহরের জন্য ভালোবাসা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি কলকাতা যেতে পারিনি কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আপনার কাছের সিনেমা হলে।’

প্রসঙ্গত, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। শেখ হাসিনার সরকারের পর দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন চলছে। এখন বাংলাদেশের বাসিন্দাদের মেডিক্যাল এবং জরুরী ভিত্তিতে ছাড়া অন্য কোনও রকম ভিসা দেওয়া হচ্ছে না। এই ভিসা জটিলতার কারণেই ভারতে আসতে পারেননি বাংলাদেশের সিনেমার এই নায়িকা।