January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 9:27 pm

নিজের বন্দুকের গুলিতে ‘আত্মহত্যা’ বিজিবি সদস্যের

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় সোহরাব হোসাইন চৌধুরী নামে এক বিজিবি সদস্য নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খাগডহর এলাকার ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশ পাদুয়াগ্রামের আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে। বিজিবি- ৩৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) পোস্ট দিয়ে রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্য সোহরাব নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোহরাব নামের ওই বিজিবি সদস্য নিজের বন্দুকের গুলিতে নিজেই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।