অনলাইন ডেস্ক :
অভিনয়জীবনে নিজের দক্ষতা ও গুণ দিয়েই ঢালিউড ইন্ডাস্ট্রির মাটি শক্ত করে নিয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। তবে ঢালিউড কিং স্টার শাকিব খানের দ্বিতীয় বিয়ের জন্য বারবার একতরফা বুবলীকেই কটাক্ষের শিকার হতে হয় নেটপাড়ায়। এ ছাড়া মজার ছলে মানুষের আবেগে আঘাত করে কথা বলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেসব নিন্দুকের এবার কড়া জবাব দিয়েছেন বুবলী। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে বুবলী টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের একটি ভিডিও শেয়ার করেন।
১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন কোয়েল। ওই সাক্ষাৎকারে কোয়েলকে প্রশ্ন করা হয়, মজা করা আর মজা করতে গিয়ে কাউকে আঘাত করার বিষয়টি কীভাবে দেখেন তিনি। উত্তরে কোয়েল বলেন, বিষয়টি মোটেও ভালো চোখে দেখেন না তিনি। কারণ হিসেবে কোয়েল বলেন, মজা করাটা ভালো, কিন্তু সে মজাটা যদি কাউকে আঘাত করে তবে সেটি কোয়েলের কাছে রুচিহীনের পরিচয় দেয়।
কোয়েল আরও বলেন, এটা সত্যি দুঃখজনক, যে বা যারা এটা করেন তারা সেটা বোঝেন না যে, তিনি বা তারা ওই মানুষটিকে নয় বরং নিজেদের পারসোনালিটি ডাউন করে নিজেদেরই ছোট করছেন। সাক্ষাৎকারে কোয়েল তার বক্তব্যে এ-ও পরিষ্কার করে দেন যে, খারাপ ভাষায় যারা কথা বলেন তাদের মোটেও পছন্দ করেন না তিনি। কোয়েলের সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, তুমি একদম সত্য কথা বলেছ কোয়েল দিদি ❤️👍🏻
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত