January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:34 pm

নিপুণকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন জায়েদ

অনলাইন ডেস্ক :

‘তাকে (নিপুণ) ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি, শিল্পীদের রায় মেনে নিয়ে আমাকে ফুল দিয়ে বরণ করে নেবেন তিনি। দুই বছর একসঙ্গে কাজ করি। সামনেরবার পুনরায় নির্বাচন করুক উনি। শিল্পীরা হয়তো ওনাকে ভোট দেবেন। কিন্তু নির্বাচিত না হয়ে যেগুলো করছেন, এগুলো দেখে মানুষ হাসছে। শিল্পী সমিতির চর্চা নয় এগুলো’- হাইকোর্টে করা তার রিটের বিষয়ে কথা বলা শেষে এভাবেই নিপুণকে শুভেচ্ছা জানালেন চিত্রনায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক এই সাধারণ সম্পাদক জানান, এবারের ভালোবাসা দিবসটা তার জন্য কষ্টের। তিনি বলেন, ‘নির্বাচিত হয়েও ভালোবাসা দিবসের দিনে আদালতে উপস্থিত থাকতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক ও কষ্টের। এটি আমার জন্য খুব খারাপ অভিজ্ঞতা। এই অন্যায়ের অবসান চাই। শিল্পীরা ভালোবাসার মানুষ। তাদের নিয়ে কেন কাঁদা ছোড়াছুড়ি, তাদের নিয়ে কেন ট্রল? এসব যারা করার সুযোগ করে দিচ্ছেন বা করছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক।’ এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা এখনও কাটেনি। সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন না বলে সোমবার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতিবস্থাও বহাল রাখা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।