Tuesday, November 4th, 2025, 5:12 pm

নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে বসলেন আমজনতার দলের সদস্যসচিব

 

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে বসে অনশন শুরু করেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা জানি না কোন কারণে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। নির্বাচন কমিশন কোনো কারণও উল্লেখ করেনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না।

অন্যদিকে, একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—এই তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।

ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আজ আমরা তিনটি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছি।

এনএনবাংলা/