বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি বৃহস্পতিবার সকালে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের অন্ধ্র উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগেরে অবস্থানরত অশনি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি সকাল ৬টার দিকে অন্ধ্র প্রদেশের উপকূল ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলা হয়েছে, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
তা’মীরুল মিল্লাত মাদরাসায় ২০২৫ সালের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন