September 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 1st, 2025, 1:10 pm

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রাশেদ বলেন, ঘটনার সাথে জড়িত সেনাবাহিনীর কতিপয় সদস্যদের বিচার করতে হবে। এই ইস্যুতে নির্বাচন বানচাল করার কোন সুযোগ নেই।

তিনি বলেন, ‘সকালে সাবেক ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। তিনি নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন। দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি ভিপি নুরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।’

এদিকে আহত নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেন, এখনো আশঙ্কামুক্ত নন নুর। হামলাকারীদের শাস্তি দাবি করে তিনি নুরের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

 

এনএনবাংলা/