October 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 29th, 2025, 9:49 pm

নিরাপত্তা নিয়ে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান মেট্রোরেল কর্তৃপক্ষের

 

রাজধানীতে মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি বলছে, নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনেই মেট্রোরেল পরিচালিত হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেট্রোরেল নিরাপত্তা সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। তাই নিরাপত্তা বিষয়ে সম্মানিত যাত্রীসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

রাজধানীর ফার্মগেট এলাকায় গত ২৬ অক্টোবর মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়।

ওই ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চলাচল পুনরায় শুরু হয়, তবে আগারগাঁও–মতিঝিল অংশে তা বন্ধ থাকে।

পরদিন সোমবার সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই স্থানে—ফার্মগেটে আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল।

এনএনবাংলা/