জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত ২৭তম নবান্ন উৎসব ১৪৩২ বাতিল করা হয়েছে। পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা ফেসবুকে জানিয়েছেন, অনিবার্য কারণে ১ অগ্রহায়ণ ১৪৩২ (১৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠেয় উৎসব আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, “বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। সেই কারণে উৎসব বাতিল করা হয়েছে। আমরা শিল্পী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”
এ ছাড়াও আয়োজনের জন্য কোনো ভেন্যু না পাওয়াও একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলায় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, এমনকি কলাবাগান মাঠ—কোথাও অনুমতি পাওয়া যায়নি। পর্ষদ শেষ পর্যন্ত ছায়ানটে আয়োজনের প্রস্তুতি নিলেও সার্বিক পরিস্থিতির কারণে তাও বাতিল করতে হয়েছে বলে জানান সুজা।
উৎসবের মূল স্লোগান ছিল ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল ডা. সারওয়ার আলী, অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লুবনা মারিয়াম ও ফাহিম হোসেন চৌধুরী। সভাপতির দায়িত্ব নেওয়ার কথা ছিল কাজী মদিনার।
উৎসব বাতিলের এই সিদ্ধান্ত শিশু ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিশ্ব ডায়াবেটিক দিবস: বাংলাদেশে দুই যুগে ডায়াবেটিক রোগী ৮ গুণ
দেশের মানুষ উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় আছে: আমীর খসরু
শীতের সবজির সরবরাহ বাড়ছে, কমেনি পেঁয়াজের দাম