নিজস্ব প্রতিবেদক:
পালিয়ে যাবার চেষ্টা করে পারেননি সাবেক আওয়ামী লীগের এমপি ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন। সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেয়া হলো অভিনেত্রী ও আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। শনিবার (৩০ নভেম্বর) ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী বদরুল আনাম সৌদ। তবে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাদের আটকে দেয়। পরে যোগাযোগ করে গোয়েন্দা সংস্থার সাথে। তাদের কিছু বিষয় নিয়ে আপত্তি থাকায় সুবর্ণাকে আপাতত বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়।
এরইমধ্যে বিভিন্ন মাধ্যমে খবর রটে, অভিনেত্রীকে আটক করা হয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
পরে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করেন সুবর্ণা মুস্তাফার সঙ্গে। তিনি সুস্থ এবং নিরাপদে আছেন উল্লেখ করলেও বিমানবন্দরে তার সাথে কী হয়েছিল, সে বিষয়ে কথা বলতে চাননি।

আরও পড়ুন
রিটার্নিং কর্মকর্তারা ভোট স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় যাচ্ছেন তিন বাহিনীর প্রধান
বদলে যাওয়া সুনেরাহ