August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 13th, 2025, 5:00 pm

নির্বাচনকালীন সরকারে থাকছি না: আসিফ মাহমুদ

নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৩ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় একথা জানান তিনি।

আসিফ মাহমুদ লিখেন, নির্বাচনকালীন সরকারে থাকছি না। রাজনীতির সাথে যারা যুক্ত তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ শীর্ষক অনুষ্ঠানেও এমন তথ্য জানান আসিফ মাহমুদ।

সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো।

তিনি বলেন, রাজনীতিতে করেন এমন কয়েকজন সরকারে আছে। মাহফুজ আলমসহ আরও কেউ যদি থাকেন এমন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।

কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দেন, প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান। তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে।

তার সরকার থেকে সরে যাওয়ার বিষয়ে অনেকেই মনে করছেন আসিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।