জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে চাঁদাবাজিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে: অধ্যাপক মাহফুজুর রহমান
খুলনা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা, গণসংযোগ করেছন।
তারই ধারবাহিকতায় সোমবার সকাল থেকে দিনব্যাপী দৌলতপুর বাজার, সরকারি বি এল কলেজ এলাকাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন।
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গনসংযোগ করেন। গণসংযোগকালে অধ্যাপক মাহফুজুর রহমান উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।
খুলনা মহানগরীর দৌলতপুরে অবস্থিত সরকারি বিএল কলেজের প্রধান ফটকের সামনে পথসভায় দৌলতপুর থানা আমীর মু. মুশাররফ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, মহানগরী সদস্য আশরাফ হোসেন, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী।
অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সহ-সভাপতি মাহফুজুর রহমান, দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ইউনিয়ন এর সভাপতি আব্দুল খালেক হাওলাদার, দৌলতপুর থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, বিএল কলেজের ভিপি এডভোকেট জাকিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোল্লা কামরুল ইসলাম, হাফিজুর রহমান পিন্টু, গাজী ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম ডিকলার, গোলাম সরোয়ার পলাশ, দৌলতপুর থানা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, ৪নং ওয়ার্ড আমীর রেজাউল ইসলাম, ৬নং ওয়ার্ড আমীর আমিনুল ইসলাম, ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগরী আমীর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে তাদেরকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তাদেরকে নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজী দূর করতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে।
গণসংযোগকালে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণ আমাদের নির্বাচিত করেন, তাহলে ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি খুলনা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সরকারি বরাদ্দকৃত কাজ যথাযথভাবে বাস্তবায়ন করা হবে এবং মাঠপর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরামর্শ করে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, আমরা অতীতে দেখেছি, মানুষ একজন এমপির সঙ্গে দেখা করতে দিনের পর দিন অপেক্ষা করেছে। কিন্তু আমরা যদি নির্বাচিত হই, তাহলে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মাসুম বিল্লাহ ইমরান
খুলনা ব্যুরো
আরও পড়ুন
শ্রীমঙ্গলে প্রশাসনের আয়োজনে দেশের প্রবীণতম ব্যক্তির জন্মদিন পালন
উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে রংপুর চেম্বারের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান
সাংবাদিককে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সমাবেশ