অনলাইন ডেস্ক :
শোবিজ তারকাদের সব কিছুতেই সিনেমাটিক ছাপ পাওয়া যায়। নির্বাচনী পোষ্টারেও এর প্রমাণ মিললো। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচন। নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলর পোস্টার সিনেমার পোস্টারের কথা স্মরণ করিয়ে দিচ্ছে ভোটারদের। পোস্টারের উপরে লেখা: ‘হাউস ফুল, হাউস ফুল, হাউস ফুল’। সিনেমার নামের মতো বড় করে লেখা প্যানেলের নাম। যার কেন্দ্রীয় ভূমিকায় আছেন কাঞ্চন ও নিপুণ। পোস্টারে আছেন বাকি সদস্যরাও। সবার ছবিই রিকশা পেইন্টের আদলে আঁকা। পোস্টারটি ফেসবুকে প্রথম প্রকাশ করেছেন প্যানেলটির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই