অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরে থাকা সিক্রেট সার্ভিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি সেডান কার বিধ্বস্ত হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যান। এরপর এজেন্টরা দ্রুত বন্দুক নিয়ে চালকসহ সেডান গাড়িটি ঘিরে ফেলেন। স্থানীয় সময় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। সিক্রেট সার্ভিসের মুখপাত্র স্টিভ কোপেক বলেন, এ দুর্ঘটনার সঙ্গে বিশেষ কোনো স্বার্থ জড়িত ছিল না।
প্রেসিডেন্টের মোটর শোভাযাত্রাও বড় ধরনের বিঘ্ন ছাড়াই চলে যায়। ডেলাওয়্যারের উইলমিংটনের পুনঃনির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন বাইডেন। এটি শেষে জিল বাইডেন আশপাশে জড়ো হওয়া লোকদের সঙ্গে বড়দিনের ছুটির শুভেচ্ছা বিনিমিয় করছিলেন। আর জো বাইডেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক ওই সময়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় যান ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের দ্রুত সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। আর বাইডেন উইলমিংটনের বাসভবনের দিকে রওনা হন।
আরও পড়ুন
সাড়ে তিন মাস পর ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল
সেন্ট্রাল এশিয়া ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা
২৪ ঘণ্টা পর গাজায় ত্রাণের প্রবেশ থেকে বাধা তুলে নিলো ইসরায়েল